ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

২০২৪ নভেম্বর ০১ ২১:৫৫:২৩
কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় শনিবার (০২ নভেম্বর) সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শুক্রবার (০১ নভেম্বর) রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল শনিবার (২ নভেম্বর) রাজধানীর পাইওনিয়ার রোডের ৬৬ নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এর আগে জাতীয় পার্টি শনিবার দুপুরে কাকরাইলে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, একই সময়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা।

এমন অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে