ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

মানুষের কষ্ট হয় এমন সিদ্ধান্ত সরকার নেবে না : অর্থ উপদেষ্টা

২০২৪ অক্টোবর ৩০ ১৬:৩৩:৩২
মানুষের কষ্ট হয় এমন সিদ্ধান্ত সরকার নেবে না : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : মানুষের কষ্ট হয় এমন সিদ্ধান্ত সরকার নেবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকের পরে ব্রিফিং এ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোনোভাবেই অত্যাবশ্যকীয় পণ্যের দাম বাড়তে দেওয়া যাবে না। মানুষের কষ্ট হয় এমন সিদ্ধান্ত সরকার নেবে না। পণ্যের ঘাটতি যাতে না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে।

তিনি বলেন, আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের যাতে কোনও ঘাটতি না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে। এ জন্য তেল, চাল, ডাল, তেল ও ছোলাসহ মানুষের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রোজা সামনে রেখে খেজুরের আমদানি বাড়ানো হবে জানিয়ে তিনি আরও বলেন, তেল, চাল, ডাল, তেল ও ছোলাসহ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা হবে । এসব পণ্য আমদানি করতে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে