ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

রূপালী ইনস্যুরেন্সের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

২০২৪ অক্টোবর ২৯ ০৮:৩৭:৩৯
রূপালী ইনস্যুরেন্সের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জালিয়াতির মাধ্যমে শেয়ার বিক্রির চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি করার অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আখতারুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

মামলার অন্য অভিযুক্তরা হলেন- রূপালী ইন্স্যুরেন্সের পরিচালক শাওন আহমেদ, তাহেরা আক্তার ও সিরাজ উদ্দিন খান।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) জানান, রূপালী ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৩১ হাজার ৮৬৪টি শেয়ার জালিয়াতির মাধ্যমে আত্মসাতের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এসব শেয়ারের বাজারমূল্য ৩ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৯০৭ টাকা।

গত ২৩ অক্টোবর দুদকের উপপরিচালক মো. শাহরিয়ার জামিল স্বাক্ষরিত এক চিঠিতে দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের আসামি করে মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ১৯ (৩ ) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে