ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

২০২৪ অক্টোবর ২৮ ১৭:০০:৩৬
বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে অর্থনৈতিক সহযোগিতা আশা করেছেন তিনি।

সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এই আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক যে কোন দেশের তুলনায় অনন্য।

ড. ইউনূস সৌদি আরবকে অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে তারল্য সহায়তা বাড়ানোর জন্য বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে তহবিল জমা রাখার জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, এটি হবে অন্তবর্তীকালীন সরকারের প্রতি চমৎকার সহযোগিতার ইঙ্গিত।

প্রধান উপদেষ্টা জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্যের ছাড় সরবরাহ, বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান, যাতে সৌদি আরবে আরও দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠাতে পারে বাংলাদেশ।

রাষ্ট্রদূত আল দুহালান সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে বলেন, বাংলাদেশি প্রবাসীদের আরও দক্ষতা অর্জন তাদের ভালো বেতন পাওয়ার পথ ও দেশে বেশি রেমিট্যান্স পাঠাতে সাহায্য করবে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে