ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে অস্বাভাবিক পতনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

২০২৪ অক্টোবর ২৭ ২০:২৭:২২
শেয়ারবাজারে অস্বাভাবিক পতনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক : অন্তবর্তী সরকার ক্ষমতা আসার পর কাংখিত ইতিবাচক ধারায় ফিরে দীর্ঘদিন পতনের বৃত্তে থাকা দেশের শেয়ারবাজার। কিন্তু ফ্যাসিবাদের দোসদের ষড়যন্ত্রে ইতিবাচক সে ধারা বেশিদিন টেকসই হয়নি। সপ্তাহ না পেরুতেই ১২ আগস্ট থেকে ফের নেতিবাচক ধারায় ফিরে দেশের উভয় শেয়ারবাজার।

গত কয়েকদিন যাবত পতনের ধারা আরও অস্বাভাবিক ধারায় ঘনীভূত হয়। এতে ষড়যন্ত্রকারীদের মদদ রয়েছে বলে স্পষ্ঠভাবে প্রতীয়মান হয়। শেয়ারবাজারে পতনের অস্বাভাবিক কারণ ও উৎস খুঁজতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২৭ অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন-বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমান, উপ-পরিচালক মোহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, ঢাকা স্টক এক্সচেঞ্জের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান এবং সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কাজী মিনহাজ উদ্দিন।

তদন্ত কমিটির শেয়ারবাজারের সাম্প্রতিক সূচক পতনের কারণ খুঁজে বের করবে। এছাড়া তারা শেয়ারবাজার নিয়ে গুজব ছড়ানো ব্যক্তিদের সনাক্ত, অন্যান্য বিষয়াদি সনাক্ত ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর সুপারিশ দেবে।

গঠিত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে