ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

হাসিনার পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দ, তদন্তে কমিটি গঠনের নির্দেশ

২০২৪ অক্টোবর ২৪ ১৪:০৭:০৫
হাসিনার পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দ, তদন্তে কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে ৩ সদেস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সাবেক বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের কমিটি করে দেয়া হয়েছে। কমিটিকে চার মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির তদন্ত কমিটি গঠনের আদেশ দেন।

সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী আবেদনকারী হয়ে গত ১১ সেপ্টেম্বর রিটটি করেন।

গতকাল বুধবার (২৩ অক্টোবর) রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ আদেশের জন্য দিন রাখেন হাইকোর্ট।

রিটের পক্ষে শুনানি করে আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দীন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

রায় শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। ১২০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্তসচিবকে আদালতে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে