ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

‘রাষ্ট্রপতিকে বিদায় না করলে সুষ্ঠু নির্বাচন হবে না’

২০২৪ অক্টোবর ২৩ ১৮:৪৮:১৫
‘রাষ্ট্রপতিকে বিদায় না করলে সুষ্ঠু নির্বাচন হবে না’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ইতোমধ্যে দেশের গণঅভ্যুত্থানকে অপমানিত করেছে, স্বৈরাচারীদের, ষড়যন্ত্রকারীদের সাহস জুগিয়েছে। এ দেশে গণতন্ত্র ফিরে আসাকে বাধাগ্রস্ত করেছে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তিনি একটা দুর্নীতিবাজ।’

বুধবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন দুদু।

তিনি বলেন, ‘দেশকে নিয়ে এক গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র করছে পার্শ্ববর্তী দেশ ও স্বৈরাচার শেখ হাসিনা। শুধু তাই নয়, এ দেশেও কিছু স্বৈরাচারের দোসর আছে যারা বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চায়। তাদের বিচারের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৭টি বছর যে লড়াই করেছে, অন্য কোনো রাষ্ট্রনায়ক এরকম লড়াই করেননি। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি তার জীবনকে বিপন্ন করেছেন। তার মা বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার জীবনকে বিপন্ন করেছেন। জেল খেটেছেন। তারপরও তিনি এই দেশ, নেতা-কর্মীদের ছেড়ে চলে যাননি। তিনি প্রতিনিয়ত আন্দোলন সংগ্রামের জন্য নেতা-কর্মীদের সাহস জুগিয়েছেন।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘স্বৈরাচারীর পতন হলেও ষড়যন্ত্রকারীরা অত্যন্ত তৎপর, তাদের হাতে ব্যাংক লুটের টাকা আছে, অবৈধ অস্ত্র আছে। সেই লুট করা টাকা এবং অবৈধ অস্ত্র দিয়ে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা স্বৈরাতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নিজেদের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না।’

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদল নেতা এস কে সাদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন প্রমুখ।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে