ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

৭ খাতে শতভাগ কোম্পানির দর পতন

২০২৪ অক্টোবর ২৩ ১৭:১৩:৫৪
৭ খাতে শতভাগ কোম্পানির দর পতন

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৩ অক্টোবর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২টি খাতের ৩০৬টি কোম্পানির শেয়ার দর কমেছে। খাতগুলোর মধ্যে সাত খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

খাতগুলো হলো : সিমেন্ট, সিরামিক, পাট, পেপার ও প্রিন্টিং, সেবা ও আবাসন, টেলিযোগাযোগ ও ভ্রমণ ও অবকাশ।

সিমেন্ট খাত

সিমেন্ট খাতে ৭টি কোম্পানি রয়েছে। সবগুলো কোম্পানির শেয়ার দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর ১২ টাকা ৯০ পয়সা কমেছে হাইডেলবার্গ সিমেন্টের। দ্বিতীয় সর্বোচ্চ ২ টাকা ৩০ পয়সা কমেছে কনফিডেন্স সিমেন্টের এবং তৃতীয় সর্বোচ্চ ১ টাকা ৬০ পয়সা কমেছে ক্রাউন সিমেন্টের।

সিরামিক খাত

সিরামিক খাতে ৫টি কোম্পানির মধ্যে সবগুলোর শেয়ার দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে স্ট্যান্ডার্ড সিরামিকের। কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা কমেছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ টাকা ৬০ পয়সা কমেছে মুন্নু সিরামিকের এবং তৃতীয় সর্বোচ্চ ৭০ পয়সা শেয়ার দর কমেছে শাইনপুকুর সিরামিকের।

পাট খাত

পাট খাতের তিনটি কোম্পানির সবগুলোর দর কমেছে। শেয়ার দর বেশি কমেছে সোনালী আঁশের। কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা কমেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ টাকা ৩০ পয়সা কমেছে নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিংয়ের এবং জুট স্পিনার্সের শেয়ার দর ১০ পয়সা কমেছে।

পেপার ও প্রিনিটং খাত

এই খাতে ৬টি কোম্পানি রয়েছে। সবগুলোর শেয়ার দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ৫ টাকা ৭০ পয়সা কমেছে মনোস্পুল পেপারের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ টাকা ৬০ পয়সা কমেছে পেপার প্রসেসিংয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ টাকা ৫০ পয়সা শেয়ার দর কমেছে সোনালী পেপারের।

সেবা ও আবাসন খাত

সেবা ও আবাসন খাতের সবগুলো কোম্পানির শেয়ার দর কমেছে। শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা কমেছে শমরিতা হসপিটালের। এরপর ৪০ পয়সা করে কমেছে সাইফ পাওয়ারটেকের ও সামিট এলায়েন্স পোর্টের এবং ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর ১০ পয়সা কমেছে।

টেলিযোগাযোগ খাত

এই খাতের তিন কোম্পানির মধ্যে গ্রামীণফোনের ৮ টাকা ৪০ পয়সা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২ টাকা ৪০ পয়সা এবং রবি আজিয়াটার শেয়ার দর ৭০ পয়সা কমেছে।

ভ্রমণ ও অবকাশ খাত

এই খাতের ৫ কোম্পানি থাকলেও আজ ৪ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। সবগুলোর শেয়ার দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি ২ টাকা ৩০ পয়সা কমেছে সী পার্লের, ইউনিক হোটেলের ১ টাকা ১০ পয়সা আর বেস্ট হোল্ডিংসের শেয়ার দর ৫০ পয়সা কমেছে।

এস

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে