ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বাজারকে উত্থানে ধরে রাখার চেষ্টা ৬ কোম্পানির

২০২৪ অক্টোবর ২৩ ১৫:৫৬:৫২
বাজারকে উত্থানে ধরে রাখার চেষ্টা ৬ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : দুই দিন উত্থানের পর বুধবার (২৩ অক্টোবর) আবার বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৫২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। কোম্পানিগুলো বাজারকে উত্থানে ধরে রাখার চেষ্টা করলেও ৬টি কোম্পানির চেষ্টা ছিল সর্বোচ্চ।

কোম্পানিগুলো হলো: ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, স্কয়ার ফার্মা, রেনেটা, খান ব্রাদার্স এবং লাভেলো আইসক্রিম।

ইসলামী ব্যাংক

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫৭ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ০.৮ শতাংশ বেড়েছে। শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিটির সূচক বেড়ে ৩.৩১ পয়েন্ট। বাজারকে উত্থানে ধরে রাখতে কোম্পানিটি সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

মার্কেন্টাইল ব্যাংক

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৯ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১০ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ৪.০৪ শতাংশ বেড়েছে। শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিটির সূচক বেড়েছে ১.২০ পয়েন্ট। এর ফলে বাজারকে উত্থানে ধরে রাখতে কোম্পানিটি দ্বিতীয় সর্বোচ্চ চেষ্টা করেছে।

স্কয়ার ফার্মা

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২২৪ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২২৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ০.১৩ শতাংশ বেড়েছে। শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিটির সূচক বেড়েছে ০.৭১ পয়েন্ট। এর ফলে বাজারকে উত্থানে ধরে রাখার তৃতীয় সর্বোচ্চ চেষ্টা করেছে কোম্পানিটি।

আজ বাজারকে উত্থানে ধরে রাখতে যেসব কোম্পানি চেষ্টা করেছে সেগুলোর মধ্যে রেনেটার ০.৬২ পয়েন্ট, খান ব্রাদার্সের ০.৫৯ পয়েন্ট এবং লাভেলো আইসক্রিমের সূচক ০.৫০ পয়েন্ট বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, এতো অল্প সংখ্যক কোম্পানির শেয়ার দর বাড়ার মাধ্যমে বাজারকে উত্থানে ধরে রাখা অসম্ভব। বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরলেই বাজার তার আপন গতিতে চলতে পারবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে