ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

চলতি বছর প্রবৃদ্ধি হবে ৪.৫ শতাংশ : আইএমএফ

২০২৪ অক্টোবর ২৩ ০৯:৪১:১৯
চলতি বছর প্রবৃদ্ধি হবে ৪.৫ শতাংশ : আইএমএফ

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হবে সাড়ে ৪ শতাংশ। এর আগে চলতি অর্থবছরের জন্য সংস্থাটির পূর্বাভাস ছিল ৬ দশমিক ৬ শতাংশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের সর্বশেষ সংস্করণটি প্রকাশ করা হয়েছে।

আইএমএফ জানায়, বৈশ্বিক মুল্যস্ফীতি অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হলেও –কিছুদেশে মূল্যস্ফীতির চাপ উচ্চই রয়ে গেছে। বাংলাদেশেও মুল্যস্ফীতি উচ্চ হারে বজায় থাকতে পারে, একবছর আগের ৯.৭ শতাংশের তুলনায়– যা ২০২৪-২৫ অর্থবছরে পৌঁছতে পারে ১০.৭ শতাংশে। চলতি মাসের শুরুতে বিশ্বব্যাংক ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে মাত্র ৪ শতাংশে দাঁড়াবে বলে পূর্বাভাস দেয়। রাজনৈতিক অনিশ্চয়তা এবং সাম্প্রতিক বন্যা এর অন্যতম কারণ বলে বিশ্বব্যাংক উল্লেখ করে। এর আগে এপ্রিলে দাতাসংস্থাটি ৫.৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। এছাড়া, গত মাসে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস আগের ৬.৬ শতাংশ থেকে কমিয়ে ৫.১ শতাংশে নামায়।

এস/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে