ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

লেনদেনের নেতৃত্বে দুই খাতের আধিপত্য

২০২৪ অক্টোবর ২২ ১৬:৪৯:৫৯
লেনদেনের নেতৃত্বে দুই খাতের আধিপত্য

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২২ অক্টোবর) সাড়ে তিনশত কোটি টাকার লেনদেন হয়েছে। শেয়ারবাজারের ৩৯৫টি কোম্পানির মাধ্যমে এই পরিমাণ লেনদেন হয়। তবে লেনদেনের নেতৃত্বে দুই খাতের কোম্পানিগুলোর আধিপত্য ছিল।

খাত দুইটি হলো: ব্যাংক খাত এবং ওষুধ ও রসায়ন খাত। এদিন ব্যাংক এবং ওষুধ ও রসায়ন খাতের ১১ কোম্পানি ১০৭ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৩০ শতাংশ।

দুই খাতের মধ্যে এদিন ওষুধ ও রসায়ন খাতের ৫ কোম্পানির ৬৩ কোটি ২২ লাখ টাকা এবং ব্যাংক খাতের ৬ কোম্পানির ৩২ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে।

ওষুধ খাতের ৫ কোম্পানির মধ্যে ইবনে সিনার ২৫ কোটি ৩৬ লাখ টাকা। কোম্পানিটির আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এই খাতের অপর কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ১৯ কোটি ৭৭ লাখ টাকার, টেকনো ড্রাগসের ৯ কোটি ২১ লাখ টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৫ কোটি ৪৮ লাখ টাকা আর সালভো কেমিক্যালের ৩ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে।

অপর দিকে ব্যাংক খাতের ৬ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনআরবি ব্যাংকের। ব্যাংকটির লেনদেন হয়েছে ১০ কোটি ৭০ লাখ টাকার, ইসলামী ব্যাংকের ৯ কোটি ৬৩ লাখ টাকার, মিডল্যান্ড ব্যাংকের ৮ কোটি টাকার, ব্র্যাক ব্যাংকের ৬ কোটি ৬৭ লাখ টাকার, সোস্যাল ইসলামী ব্যাংকের ৫ কোটি ৮৬ লাখ টাকার এবং আইএফআইসি ব্যাংকের ২ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

এস/’

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে