ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বাজারকে পতনে নামানোর চেষ্টায় ৬ কোম্পানি

২০২৪ অক্টোবর ২২ ১৬:০৬:২৪
বাজারকে পতনে নামানোর চেষ্টায় ৬ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের মতো মঙ্গলবারও (২১ অক্টোবর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিন শতাধিক কোম্পানির দর বেড়েছে। দর কমেছে ৫৫টি কোম্পানির। কোম্পানিগুলো বাজারকে পতনে নামাতে চেয়েছে। তবে বাজারকে পতনে নামাতে সর্বোচ্চ চেষ্টা করেছে ৬টি কোম্পানি।

কোম্পানিগুলো হলো: ন্যাশনাল ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, হাইডেলবার্গ সিমেন্ট, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং প্রিমিয়ার সিমেন্ট।

ন্যাশনাল ব্যাংক

আগের দিন ন্যাশনাল ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৩.৫৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানির সূচক কমেছে ২.২৪ পয়েন্ট। এর মাধ্যমে কোম্পানি শেয়ারবাজারকে পতনে নামাতে সর্বোচ্চ চেষ্টা করেছে।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

আগের দিন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১১ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৯২ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১৮ টাকা ৪০ পয়সা বা ৮.৭২ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানির সূচক কমেছে ১.৪৭ পয়েন্ট। এর মাধ্যমে কোম্পানি শেয়ারবাজারকে পতনে নামাতে দ্বিতীয় সর্বোচ্চ চেষ্টা করেছে।

লাভেলো আইসক্রিম

আগের দিন লাভেলো আইসক্রিমের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০১ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৯৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৪ টাকা ৫০ পয়সা বা ৪.৪৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানির সূচক কমেছে ০.৯৩ পয়েন্ট। ফলে বাজারকে পতনে নামাতে কোম্পানিটি তৃতীয় সর্বোচ্চ চেষ্টা করেছে।

আজ বাজারকে পতনে নামাতে যেসব কোম্পানি চেষ্টা করেছে সেগুলোর মধ্যে হাইডেলবার্গ সিমেন্টের ০.৮৯ পয়েন্ট, আলিফ ইন্ডাস্ট্রিজের ০.৪৬ পয়েন্ট এবং প্রিমিয়ার সিমেন্টের সূচক ০.৪৩ পয়েন্ট কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, যখন মৌলভিক্তি কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয় তখন দুর্বল কোম্পানিগুলোর শেয়ার দর কমলেও বাজারে তেমন প্রভাব পড়ে না।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে