ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

ডজনের বেশি কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ ঝোঁক

২০২৪ অক্টোবর ২২ ১১:১৮:৩৯
ডজনের বেশি কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ ঝোঁক

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার শেয়ারবাজারে ক্রেতাশুন্য কোম্পানির সংখ্যা ছাড়িয়েছে ডজনের বেশি। এমন চিত্র বিনিয়োগকারীরা দীর্ঘদিন যাবত দেখেনি। এতদিন কেবল ক্রেতাশুন্যতার দৃশ্যই দেখেছে। আজ সেই দৃশ্যও উধাও। অর্থাৎ এদিন ক্রেতাশুন্যতার কবলে থাকা কোন কোম্পানির শেয়ার নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকাল সোয়া ১১টায় ডজনের বেশি যেসব কোম্পানির শেয়ার বিক্রেতাশুন্য অবস্থায় দেখা গেছে, সেগুলো হলো-এটলাস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স,পূরবী ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, এডভেন্ট ফার্মা, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, জনতা ইন্সুরেন্স ও বিডি ওয়েল্ডিং।

আলোচ্য সময়ে প্রতিষ্ঠানগুলোর দাম ৮ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। যা দিনের সর্বোচ্চ দাম।

এছাড়া, এ সময়ে আরও কিছু কোম্পানির শেয়ারের দাম দিনের সর্বোচ্চ সীমায় লেনদেন হতে দেখা গেছে।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে