ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

লেবানন থেকে ফিরেছেন ৫৪ বাংলাদেশি

২০২৪ অক্টোবর ২২ ০৯:৩৬:৫৯
লেবানন থেকে ফিরেছেন ৫৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : যুদ্ধ পরিস্থিতি লেবানন থেকে প্রথম দফায় দেশে ৫৪ জন প্রবাসী বাংলাদেশি ফেরত এসেছেন। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এসব বাংলাদেশি বিমানযোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

৫৪ জন প্রবাসী বাংলাদেশি লেবাননের রাজধানী বৈরুত থেকে বিমানযোগে প্রথমে সৌদি আরবের জেদ্দায় যান। সেখান থেকে সোমবার সন্ধ্যায় তারা বাংলাদেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকে পড়া এই ৫৪ বাংলাদেশিকে সম্পূর্ণ সরকারি খরচে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। আগামী ২৩ অক্টোবর আরও ৬৫ জন বাংলাদেশিকে ফেরানোর কথা রয়েছে।

প্রত্যাবাসিত এসব বাংলাদেশিকে হজরত শাহজালাল বিমানবন্দরে অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম’র ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। আইওএম’র পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি ও কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে