ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

সাবেক স্বরাষ্ট্র ও শ্রম প্রতিমন্ত্রীসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৪ অক্টোবর ২১ ১৯:৫৩:৫১
সাবেক স্বরাষ্ট্র ও শ্রম প্রতিমন্ত্রীসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির বিভিন্ন অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার আদালত।

এর আগে, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২১ অক্টোবর) এসব আবেদন মঞ্জুর করে আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন মন্নুজান সুফিয়ানের তিন আত্মীয়। তারা হলেন- শাহাবুদ্দিন আহমেদ, শামিমা সুলতানা হৃদয় ও এ এম ইয়াছিন।

আরও রয়েছেন- নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রী আফরোজা সুলতানা, ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তার স্ত্রী ফেরদৌসী খান।

এছাড়াও পূর্বে দেয়া দেশত্যাগে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় নতুন করে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ছাগলকাণ্ডে এনবিআরের আলোচিত সদস্য মতিউর রহমানসহ তিনজনকে।

বাকিরা হলেন- তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ ও তাদের সন্তান আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণব।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে