ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ

২০২৪ অক্টোবর ২১ ১৮:২১:৫৬
রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারের সময় জারির প্রতিবাদে রাজধানীর গুলিস্তানে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।

সোমবার (২১ অক্টোবর) সকাল ৮ টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন আ’লীগ ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দরা।

এ সময় মিথ্যা মামলা ও হামলাও গ্রেফতারের ভয়ে দ্রুততম সময়ের মধ্যে বিক্ষোভ মিছিল শেষ করেন তারা।

নেতৃবৃন্দরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা ও গ্রেফতারের সমর জারির বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর বর্তমান অবৈধ উপদেষ্টা ও সমন্বয়কারী দেশ চালাতে বারবার ব্যর্থ হচ্ছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষের জান মাল নিয়ে খেলা করছে যা এখন বাংলাদেশের জনগণ বুঝে গেছে। বর্তমানে প্রতিটি মৌলিক নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তাই দেশের স্বার্থে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে স্ব—সম্মানে দেশে ফিরিয়ে এনে সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করার দাবী জানান।।

এ সময়ে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আবু আব্বাস ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ—সভাপতি মো. নিজামুদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কবি নজরুল কলেজে ছাত্রলীগের সাবেক সহ—সভাপতি, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. তরিকুল ইসলাম শাহীন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান সোহাগ, সদস্য আইয়ুব আলী, বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সহ—সভাপতি ইসরাত জাহান নাসরিন, সদস্য লাবনী চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক হাসান আহমদ খাঁন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ জামাল ও বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য নাসরিন বিজলী প্রমূখ।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে