ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

তিন রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

২০২৪ অক্টোবর ২১ ১৬:৩৮:২১
তিন রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকার চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তিন রাষ্ট্রদূতের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী মস্কোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কামরুল আহসান, ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে সিনিয়র সচিব পদমর্যাদায় সাংবাদিক মুশফিকুর ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানায় অন্তর্বর্তী সরকার।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে