ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

উভয় ষ্টকে লুজারে ২ কোম্পানি

২০২৪ অক্টোবর ১৯ ১৪:০৩:১২
উভয় ষ্টকে লুজারে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৪-১৭ অক্টোবর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহেটিতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৫টি আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১৬টি কোম্পানির শেয়ার দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সাপ্তাহিক লুজারে উভয় শেয়ারবাজারে একই সাথে ২টি কোম্পানি স্থান করে নিয়েছে।

কোম্পানি ২টি হলো : ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং গ্লোবাল হেভি কেমিক্যাল।

ইউনিয়ন ইন্স্যুরেন্স

ডিএসইতে ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন সপ্তাহের প্রথম দিন শুরু হয় ২৯ টাকা ৮০ পয়সায়। আর সপ্তাহের শেষ দিন ক্লোজিং দর হয় ২৩ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৭০ পয়সা বা ২২.৪৮ শতাংশ কমেছে।

এদিকে, সিএসইতে কোম্পানিটির লেনদেন সপ্তাহের প্রথম দিন শুরু হয় ২৯ টাকায়। আর সপ্তাহের শেষ দিন ক্লোজিং দর দাঁড়ায় ২৪ টাকা ৮০ পয়সা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ১৪.৪৮ শতাংশ কমেছে।

গ্লোবাল হেভি কেমিক্যাল

ডিএসইতে গ্লোবাল হেভি কেমিক্যালের লেনদেন সপ্তাহের প্রথম দিন শুরু হয় ২৬ টাকা ৩০ পয়সায়। আর সপ্তাহের শেষ দিন ক্লোজিং দর হয় ২০টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৫০ পয়সা বা ২০.৯১ শতাংশ কমেছে।

এদিকে, সিএসইতে কোম্পানিটির লেনদেন সপ্তাহের প্রথম দিন শুরু হয় ২৬ টাকা ৩০ পয়সায়। আর সপ্তাহের শেষ দিন ক্লোজিং দর দাঁড়ায় ২১ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ২১.৯৩ শতাংশ কমেছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে