ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার

২০২৪ অক্টোবর ১৯ ১০:০১:৩১
কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সাবেক শিল্প প্রতিমন্ত্রী, ঢাকা-১৫ আসনের সাবেক এমপি ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৯ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা বলেন, কামাল আহমেদ মজুমদারকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কাফরুল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে। সে মামলায় তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

কামাল আহমেদের পৈতৃক বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার ভারতের সীমান্তবর্তী নিজ কালিকাপুর গ্রামে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে