ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

শমসের মবিন চৌধুরী আটক

২০২৪ অক্টোবর ১৭ ১৬:৪৫:২১
শমসের মবিন চৌধুরী আটক

নিজস্ব প্রতিবেদক : তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

তবে তাকে কোন অভিযোগে আটক করা হয়েছে তা জানা যায়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৃণমূল বিএনপির নেতৃত্বে এসে চমক তৈরি করেন শমসের মবিন। সেই নির্বাচনে বিএনপি না এলেও তৃণমূল বিএনপি অংশ নিয়েছিল। নির্বাচনে ২৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল দলটি। তবে তেমন একটি সুবিধা করতে পারেনি।

শমসের মবিন চৌধুরী বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন। ছিলেন আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূতও। অবসরের পর ২০০৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এর পরের বছরই দলটির ভাইস চেয়ারম্যান মনোনীত হন।

২০১৫ সালের অক্টোবরে তিনি হঠাৎ করেই বিএনপির রাজনীতি থেকে সরে আসেন। ২০১৮ সালের নির্বাচনের আগে যুক্ত হন বিকল্প ধারা বাংলাদেশের সাথে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে