ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় পতনেও তিন কোম্পনির শেয়ারে সুখবর

২০২৪ অক্টোবর ১৭ ১৫:৩৮:৪১
বড় পতনেও তিন কোম্পনির শেয়ারে সুখবর

নিজস্ব প্রতিবেদক ; অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও (১৭ অক্টোবর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে যতো কোম্পানির শেয়ার দর কমেছে তারচেয়ে ছয়গুণ কম কোম্পানির দর বেড়েছে। তবে এতো বড় পতনেও তিন কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীদের জন্য রয়েছে সুখবর।

কোম্পানি তিনটি হলো : বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি), অ্যাডভেন্ট ফার্মা এবং ফার্মা এইডস।

বিআইএফসি

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১০ টাকা ৪০ পয়সা। এদিন শেয়ারটির লেনদেন শুরু হয় ১০ টাকা ২০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১১ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা বা ৯.৬২ শতাংশ বেড়েছে। শেয়ারটি ১০ টাকা ২০ পয়সায় লেনদেন শুরু হয়। কিছু সময় পরই দিনের সর্বোচ্চ সীমায় বিক্রি হয় শেয়ারটি। এরপর শেয়ারটি কেনার জন্য বিনিয়োগকারীর আনাগোনা থাকলেও কেউই তা বিক্রি করতে আগ্রহ দেখায়নি। যার ফলে শেয়ারটি হাতে রাখা বিনিয়োগকারীরা লাভবান হয়েছেন।

অ্যাডভেন্ট ফার্মা

অ্যাডভেন্ট ফার্মার শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ১৬ টাকা ৯০ পয়সায়। আজ শেয়ারটির লেনদেন শুরু হয় ১৮ টাকা ৩০ পয়সা। আর লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৮ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৪৭ শতাংশ বেড়েছে। দিনের শুরুতে শেয়ারটি লেনদেন ১৮ টাকা ৩০ পয়সায় শুরু। শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের কারণে কিছুক্ষণ পরেই শেয়ারটি দিনের সর্বোচ্চ সীমা ১৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। এরপর আর কোনো বিনিয়োগকারী শেয়ারটি হাতছাড়া করতে আগ্রহী ছিল না। যার কারণ যাদের হাতে শেয়ারটি রয়ে যায় তারা লাভবান হয়েছেন।

ফার্মা এইডস

আগের দিন ফার্মা এইডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬২৩ টাকা ৪০ পয়সায়। আজ শেয়ারটির লেনদেন শুরু হয় ৬২৩ টাকা ৯০ পয়সা। আর লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৬৭০ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৪৬ টাকা ৭০ পয়সা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে। লেনদেন শুরুর কিছুক্ষণ পর শেয়ারটি থেকে বিক্রেতা হারিয়ে যায়। শেয়ারটি কেনার জন্য বিনিয়োগাকারীদের আনাগোনা থাকলেও শেষ পর্যন্ত বিক্রেতা ফিরে আসেনি শেয়ারটিতে। যার কারণে যাদের হাতে শেয়ারটি রয়েছে তারা শেয়ারটি থেকে মুনাফা তোলার সুযোগ রয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, এতো বড় পতনেও কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ধৈর্য্যের পরিচয়। যেখানে বড় পতন অধিকাংশ বিনিয়োগকারী হাতে থাকা শেয়ার ছেড়ে দিতে অস্থির সেখানে এই তিন কোম্পানির বিনিয়োগকারীরা অত্যন্ত সাহস আর ধৈয্যেৃর পরিচয় দিয়েছে। অন্যান্য কোম্পানির বিনিয়োগকারীদের আচরণ এরকম হলে বাজারে পতনই থাকত না।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে