ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

বিনিয়োগকারীদের আস্থায় ভরপুর যে শেয়ার

২০২৪ অক্টোবর ১৬ ১৭:২৪:৫২
বিনিয়োগকারীদের আস্থায় ভরপুর যে শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বুধবারও (১৬ অক্টোবর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৫০টির শেয়ার দর বেড়েছে। এর মধ্যে একটি কোম্পানি হলো লিবরা ইনফিউশন। কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আস্থা ছিল ভরপুর।

আগের দিন লিবরা ইনফিউশনের শেয়ারের ৯৫২ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ৮৩৯ টাকা ৪০ পয়সায়। আর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর হয় ৮৯০ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৬২ টাকা ১০ পয়সা বা ৭.৫০ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ার লেনদেন হওয়ার কিছু সময় পর শেয়ার কেউ বিক্রি করতে আগ্রহ দেখায়নি। এর ফলে শেয়ারটিতে বিক্রেতা সংকট দেখা। লেনদেনের বাকি সময় শেয়ারটিতে আর বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, আজ যেখানে তিন শত কোম্পানির শেয়ার দর কমেছে। সেখানে মাত্র ৫৩টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে এর মধ্যে লিবরা ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ছিল সর্বোচ্চ। যার কারণে যেসব বিনিয়োগকারীদের কাছে শেয়ারটি ছিল তারা কেউই শেয়ারটি হাত ছাড়া বা বিক্রি করতে আগ্রহ দেখায়নি।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে