ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

বৈষম্য নিরসনে ফেসবুক প্রোফাইল পরিবর্তন প্রশাসন ক্যাডারদের

২০২৪ অক্টোবর ১৬ ০৯:৩৫:০৯
বৈষম্য নিরসনে ফেসবুক প্রোফাইল পরিবর্তন প্রশাসন ক্যাডারদের

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য নিরসনের দাবিতে ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন কর্মসূচি শুরু করেছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। মঙ্গলবার থেকে একযোগে এ কর্মসূচি শুরু হয়।

আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভিন্ন দাবিতে গত ৩১ আগস্ট একটি জোট করেন প্রশাসন ক্যাডার ছাড়া বিসিএসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। জোটের নাম দেওয়া হয় আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এ পরিষদের উদ্যোগে ফেসবুক প্রোফাইল পরিবর্তন কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দাবি হচ্ছে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা। তাতে ক্যাডার যাঁর, মন্ত্রণালয় হবে তাঁর। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারগুলোর মধ্যে সীমাহীন বৈষম্য রয়েছে। রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ও পেশাদারত্ব নিশ্চিত করতে সিভিল সার্ভিস সংস্কারের মাধ্যমে এ বৈষম্যগুলো নিরসন করা অত্যন্ত জরুরি। সরকারের দৃষ্টি আকর্ষণ করতে ফেসবুক প্রোফাইল পরিবর্তনের মতো শান্তিপূর্ণ কর্মসূচি নেওয়া হয়েছে।

এর আগে জনপ্রশাসন সংস্কারে গঠিত কমিশনের সদস্যদের প্রত্যাখ্যান চেয়ে ৫ অক্টোবর সংবাদ সম্মেলন করেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। তাঁরা বলেন, কমিশনে সব ক্যাডারের সদস্য নেই। আটজনের মধ্যে ছয়জন প্রশাসন ক্যাডারের। এ কমিশন সব ক্যাডারের প্রতিনিধিত্ব করে না। এতে জনপ্রশাসনের সমস্যার সঠিক চিত্র উঠে আসবে না।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে