ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

শর্তসাপেক্ষে গ্রেফতার হতে রাজি সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল

২০২৪ অক্টোবর ১৫ ০৭:৫৪:১১
শর্তসাপেক্ষে গ্রেফতার হতে রাজি সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল

নিজস্ব প্রতিবেদক: সুষ্ঠু তদন্তের নিশ্চয়তা পেলে গ্রেফতার হতে রাজি বলে জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম।

সোমবার (১৪ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনকে এমনটি জানিয়েছেন পুলিশের অন্যতম প্রভাবশালী সাবেক এই কর্মকর্তা।

গত ০৫ আগস্ট ছাত্র-জনতার রক্তাত্ত অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতা-এমপি-মন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা গা ঢাকা দেন।

আত্মগোপনে থাকাদের মধ্যে সরকারি কর্মকর্তারাও রয়েছে। তাদের মধ্যে অন্যতম আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। গণমাধ্যমের খবরে দেখা যায় তিনি ভারতে চলে গেছেন। তাকে নাকি দিল্লিতে একটি দোকানে দেখা গেছে।

তবে সেই খবরকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন মনিরুল ইসলাম। তিনি রোববার রমনা এলাকায় নিজের সরকারি বাসার সামনে থেকে ঘুরে এসেছেন বলেও জানিয়েছেন।

সরকার পতনের পর মনিরুল ইসলাম ভারতে পালিয়ে গেছেন বলে সাম্প্রতিক যে আলোচনা চলছে তার উত্তরে বলেছেন, পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় কোথাও যেতে পারেননি তিনি, আছেন দেশেই।

সরকার পরিবর্তনের পর দেওয়া মামলার সুষ্ঠু তদন্ত হলে আত্মসমর্পণেও রাজি আছেন বলে জানিয়েছেন শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা প্রভাবশালী এই পুলিশ কর্মকর্তা।

গোপালগঞ্জে বাড়ির সুবাদে মনিরুল ইসলাম পুলিশের ডিএমপি শাখায় প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে চাকরি করেছেন। ডিএমপির মুখপাত্র থাকায় গণমাধ্যমে ছিলেন আলোচিত মুখ। ২০২১ সালে হয়েছিলেন এসবি শাখার প্রধান।

আসলে তিনি কোথায় আছেন-এ বিষয়ে মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, কালকে (রোববার) রমনার বাসায় ঢুকতে পারলাম না। রাস্তা থেকে শুধু দেখলাম। এ বাসায় অনেকদিন থাকছি। অথচ বাসাতে ঢুকতে পারলাম না।

সাম্প্রতিককালে ভারতের দিল্লিতে একটি মেগা মলে পণ্য কেনার ছবির বিষয়ে মনিরুল ইসলাম বলেন, ২০২২ সালে মার্চের দিকে মালদ্বীপ গিয়েছিলাম পরে দিল্লিতে দুইদিন অবস্থান করেছিলাম।

দেশে থাকার দাবি করলেও কেন আত্মসমর্পণ করছেন না-এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, আমাকে হত্যার পরিকল্পনা করছে জঙ্গিরা। আমি যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারি। এটা আমি ধারণা করছি। সুষ্ঠু তদন্ত ও প্রফেশনাল তদন্তে সংশ্লিষ্টতা মিললে গ্রেফতার হতে রাজি। আত্মসমর্পণ করারও চিন্তা করে দেখব।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে