ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় পর্দায় আসছে ‘বেগমপাড়া’

২০২৪ অক্টোবর ১২ ১৫:১১:০১
বড় পর্দায় আসছে ‘বেগমপাড়া’

বিনোদন ডেস্ক : ‘বেগমপাড়া’ দেশের ভিতরে বহুল আলোচিত ও সমালোচিত একটি শব্দ। কানাডার প্রবাসী বাংলাদেশিদের একটি এলাকার নামকরণ করা হয়েছে ‘বেগমপাড়া’। এই ‘বেগমপাড়া’নিয়ে রয়েছে অনেক রহস্য। আর সেই রহস্যকে এবার পর্দায় তুলে আনলেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন।

জানা গেছে, এ পাড়ার বাসিন্দাদের আচার-আচরণ, অভিজাত জীবনযাপন দেখে চেনার উপায় নেই যে তারা আসলে কোথাকার মানুষ। খোদ কানাডার প্রবাসী বাংলাদেশিদের কাছে তাদের জীবনযাপন অনেকটা রূপকথার গল্পের মতো। এই বিশেষ শ্রেণির ব্যক্তিরা থাকেন কানাডার বেগমপাড়ায়। যাদের বেশির ভাগের বাড়ির দাম প্রায় ৫০ কোটি, চড়েন দামি গাড়িতে। যারা পার্টি আর বিলাসী জীবনযাপন নিয়ে মেতে থাকেন।

এমন পাঁচটি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘বেগমপাড়া’। এই ওয়েব ফিল্মটি বানিয়েছেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন। তিনি কানাডায় দীর্ঘ সময় ধরে থাকেন।

নির্মাতা কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘এই বেগমপাড়ায় যারা থাকেন, তাদের শতকোটি টাকার সম্পদ রয়েছে। দামি গাড়ি, বাড়ি, পার্টিতে এরা মাতোয়ারা। যাদের কোনোভাবেই বাঙালি বলে মনে হয় না।

এতটাই ব্যয়বহুল জীবন যাপন করেন। অথচ এই মানুষেরা কেউ বাংলাদেশে রাজনীতি করেন, কেউ হুন্ডি ব্যবসা করেন, কেউ অসৎ উপায়ে দেশ থেকে টাকা পাচারের সঙ্গে জড়িত। এমন অনেকে আছেন, যারা দেশের ক্ষতি করে টাকা পাঠিয়েছেন। এটা আমরা সবাই জানি। তাদের গল্পটিই ওয়েবে উঠে এসেছে।’

এই ওয়েবে বাংলাদেশের রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ পাঁচ শ্রেণির মানুষের পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। যারা দেশে থেকে বিপুল টাকা অবৈধ পথে আয় করেছেন। সেই টাকায় স্ত্রী-সন্তানরা যা ইচ্ছা, তা-ই করছেন।

এই নির্মাতা বলেন, ‘এমনও পরিবার দেখেছি, যারা বেগমপাড়ায় ঘণ্টায় ঘণ্টায় পার্টির আয়োজন করে। কেউ স্ট্যাটাস মেনটেইন করার জন্য কোটি টাকা খরচ করছেন। এগুলো আমাদের চোখে অসামঞ্জস্যভাবে ধরা দেয়। কিন্তু দিনশেষে অবৈধ পথে আয় করা অর্থে, লুটের সম্পদে জীবনযাপনের পরিণতি কী হয়, সেটাও আমাদের দেখা আছে।

এস/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে