ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ইউনিয়ন ব্যাংকের এমডি ‘নিখোঁজ’

২০২৪ অক্টোবর ০৯ ২২:১৪:৫৯
ইউনিয়ন ব্যাংকের এমডি ‘নিখোঁজ’

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম মোকাম্মেল হক চৌধুরী আজ বুধবার ব্যাংকে যাননি। ব্যাংকটির কর্মকর্তারা তাঁর বাসায় গিয়েও তাঁর হদিস পাননি। ব্যাংকটির চেয়ারম্যান মো. ফরিদউদ্দীন আহমদ বাংলাদেশ ব্যাংককে জানিয়েছেন যে, ব্যাংকটির এমডি নিখোঁজ।

ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল হক চৌধুরীর বিষয়টি আলোচনায় আসে আজ ব্যাংকটির পরিচালনা পর্ষদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের এক সভায়। জানানো হয়, আজকের পূর্বনির্ধারিত সভায় যোগ দেওয়ার জন্য এমডিকে পাওয়া যায়নি।

এমডি নিখোঁজের ঘটনায় ইউনিয়ন ব্যাংককে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন কাউকে ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্যও বলা হয়েছে। আমানতকারীদের স্বার্থে ব্যাংকটির পরিচালকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও কয়েকটি ব্যাংকের মতো ইউনিয়ন ব্যাংকের মালিকানা ছিল বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের হাতে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির ঋণের ১৮ হাজার কোটি টাকা বা ৬৪ শতাংশই নিয়েছে এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান। ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার সময় পরিচালকেরা জানান, এমডি আজ অফিসে যাননি। তাঁর বাসায় লোক পাঠিয়ে কাউকে পাওয়া যায়নি। বাসাটি তালাবদ্ধ পাওয়া গেছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে