ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

লেবানন থেকে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন

২০২৪ অক্টোবর ০৯ ১৪:১৩:৩২
লেবানন থেকে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন

নিজস্ব প্রতিবেদক : লেবানন থেকে যেসব প্রবাসী স্বেচ্ছায় দেশে ফিরতে চান তাদেরকে আগামী ১১ অক্টোবরে মধ্যে বৈরুতে অবস্থিত দূতাবাসে আবেদন করতে বলা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ‘স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য’ সংগ্রহ করা হচ্ছে।

দূতাবাসের ফেসবুকে প্রদত্ত নির্ধারিত ফরম ডাউন লোড করে বা হার্ডকপি সংগ্রহ করে আগামী ১১ অক্টোবর, রাত ১২টার মধ্যে পূরণকৃত ফরম জমা করতে হবে।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী ব্যক্তি ও সামাজিক সংগঠনের সহায়তায় পরিচালিত বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এই ইমেইলেও [email protected] পূরণ করা ফরম পাঠানো যাবে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে