ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বিকালে বিনিয়োগকারীদের সাথে বিএসইসির বৈঠক

২০২৪ অক্টোবর ০৯ ১৩:৫১:১৪
বিকালে বিনিয়োগকারীদের সাথে বিএসইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে বসবেন বিনিয়োগকারীরা। বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বৈঠকে শেয়ারবাজারের উন্নয়নে বিভিন্ন ধরনের দাবি তুলে ধরবেন বিনিয়োগকারীরা।

জানা গেছে, বৈঠকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুন, অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান বলেন, বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আজ আমরা মতিঝিলে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। এ পরিস্থিতির মধ্যে আমরা বিএসইসির সাথে আজকে বৈঠক করব। এখান বৈঠকে পুঁজিবাজারে স্থিতিশীলতা আনার লক্ষ্যে বিভিন্ন দাবি তুলে ধরব। তবে আমরা এখনো বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি।

এদিকে বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএসএসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিনিয়োগকারীদের সাথে আজ বিএসএসির বৈঠক অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বৈঠকের বিষয়ে জানানো হবে।

বিনিয়োগকারীরা এদিন দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নের্তৃত্বে একদল সাধারণ বিনিয়োগকারী বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেন। মানবন্ধনে তারা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবিও জানান।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে