ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

হাইকোর্টে ২৩ বিচারপতি নিয়োগ

২০২৪ অক্টোবর ০৯ ০৮:৫৪:৩০
হাইকোর্টে ২৩ বিচারপতি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : অন্তবর্তী সরকার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন ২৩ জন বিচারপতি নিয়োগ দিয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রাব্বানী।

নিয়োগ পাওয়া বিচারপতিদের বুধবার (৯ অক্টোবর) শপথ নেয়ার কথা রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান-এর ৯৮ অনুচ্ছেদ-এ প্রদত্ত ক্ষমতাবলে ২৩ জনকে শপথ নেয়ার তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথ নেয়ার তারিখ থেকে কার্যকর হবে।

নিয়োগ পাওয়া বিচারকরা হলেন- মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী, দেবাশীষ রায় চৌধুরী।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে