ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

যে কারণে পদত্যাগ করেননি পিএসসি’র দুই সদস্য

২০২৪ অক্টোবর ০৯ ০৭:২৯:২৫
যে কারণে পদত্যাগ করেননি পিএসসি’র দুই সদস্য

নিজস্ব প্রতিবেদক: অবশেষে পদত্যাগ করেছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ সংস্থাটির ১২ সদস্য। তবে দুইজন সদস্য এখনো পদত্যাগপত্র জমা দেননি।

মঙ্গলবার (৮ অক্টোবর) পিএসসি সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীর দপ্তরে পদত্যাগপত্র জমা দেন তারা।

তবে এ ১২ জনের মধ্যে সশরীরে কেউ পদত্যাগপত্র জমা দেননি বলে জানা গেছে।

এদিকে পিএসসি’র চেয়ারম্যান ও ১২ সদস্য পদত্যাগ করলেও এখনো দুই সদস্য পদত্যাগ করেননি। তারা হলেন- হেলালুদ্দিন আহমদ ও মোহা. শফিকুল ইসলাম

এ অবস্থায় প্রশ্ন উঠেছে কেন এই দুই সদস্য পদত্যাগপত্র জমা দেননি। পিএসসি’র শীর্ষ এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, হেলালুদ্দিন আহমদ ও মোহা. শফিকুল ইসলাম দেশে রয়েছেন নাকি দেশের বাইরে চলে গেছেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে অচিরেই হয়তো ইমেইলের মাধ্যমে এই দুই সদস্যও পদত্যাগপত্র জমা দিতে পারেন।

প্রসঙ্গত, হেলালুদ্দীন আহমদ স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে শেখ হাসিনার আস্থা নিয়ে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, শফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ পদে যোগদানের পূর্বে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিও শেখ হাসিনার কুকর্মের অন্যতম দোসর।

পিএসসি’র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ছাড়াও পদত্যাগ করা ১২ সদস্য হলেন- ফয়েজ আহম্মদ, ও এন সিদ্দিকা খানম, অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা, জাহিদুর রশিদ, অধ্যাপক ড. মুবিনা খোন্দকার, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, কে এম আলী আজম, মো. খলিলুর রহমান, অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, মো. মাকছুদুর রহমান, ড. মোছাম্মৎ নাজমানারা খাতুন ও অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে