ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

ইসলামী ব্যাংকের ১৩২ কোটি শেয়ার জব্দ

২০২৪ অক্টোবর ০৮ ১৬:০০:৫৪
ইসলামী ব্যাংকের ১৩২ কোটি শেয়ার জব্দ

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক দখলসহ নানা কারণে সমালোচিত এস আলম গ্রুপের মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের মোট ১৩১ কোটি ৮৯ লাখ শেয়ার জব্দ বা 'লকড-ইন' করা হয়েছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে শেয়ারগুলো জব্দ করা হয়। যা ব্যাংকটির মোট শেয়ারের ৮১.৯২ শতাংশ।

এই শেয়ার জব্দের ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংকটির লেনদেন যোগ্য শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৪০ লাখে।। যা ব্যাংকের মোট শেয়ারের ১১.৪৩ শতাংশ।

সেপ্টেম্বর মাসের শেয়ারধারণ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসলামী ব্যাংক। প্রতিবেদনটি ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত ২৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের দেওয়া এক চিঠির পরিপ্রেক্ষিতে এস আলমের মালিকানায় থাকা ব্যাংকটির শেয়ার জব্দ করে বিএসইসি।

বিএসইসি'র দেওয়া আদেশে জানানো হয়েছে, এস আলম-সহ ২৬ ব্যক্তি এবং গ্রুপের ৫৬টি প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে, আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ব্যাংকটির শেয়ার দর ছিল ৫৬.৮০ টাকা। এই দরে এস আলমের কাছে থাকা মোট শেয়ারের মূল্য দাঁড়ায় ৭ হাজার ৪৯১ কোটি টাকা।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে