ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তা বদলি

২০২৪ অক্টোবর ০৭ ২১:৫৮:০৯
একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৩০ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

আজ সোমবার (৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব আবু সাঈদ।

জনস্বার্থে জারি করা লিখিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে আলোচিত পুলিশ কর্মকর্তা ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সিআইডি থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদ উল্লাহ চৌধুরীকে পুলিশের বিশেষ শাখায় (এসবি), পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর কবীরকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে, অতিরিক্ত ডিআইজি এম এ মাসুদকে খুলনা ট্রেনিং সেন্টারে এবং রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ সুপার পদমর্যাদার ২৫ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে