ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় ৪জন গ্রেপ্তার

২০২৪ অক্টোবর ০৬ ১০:১৬:৫১
রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় ৪জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ উদ্দিন।

এর মধ্যে রুবেল (২৩) ও আবরারকে (১৭) হত্যা মামলায় এবং রাকিব (২৭) ও আরিফুলকে (১৭) অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোর ৪টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে নিহত অনিক কুমার চাকমা হত্যা মামলার আসামি মো. রুবেলকে গ্রেপ্তার করে। পরে তাকে রাঙামাটিতে নিয়ে আসা হয়। হত্যা মামলার অপর আসামিকে শনিবার বিকেলে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় শনিবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দোয়েল চত্বর এলাকা থেকে রাকিবকে ও রিজার্ভ বাজার এলাকা থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয়।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে