ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

শেরপুরে বন্যায় ৫ জনের মৃত্যু

২০২৪ অক্টোবর ০৬ ০৯:০৬:২৮
শেরপুরে বন্যায় ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে শেরপুর জেলার নালিতাবাড়ীসহ কয়েকটি উপজেলা ও ময়মনসিংহ জেলার ধোবাউরা ও হালুয়াঘাটসহ কিছু এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়ে পড়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পানিতে ডুবে মারা গেছেন ৫ জন। এখনো নিখোঁজ রয়েছেন কয়েকজন। নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা জানিয়েছেন, নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলের পানি এখনো কিছু এলাকায় বাড়ছে। এলাকার গুরুত্বপূর্ণ অনেক সড়ক এবং বিস্তীর্ণ এলাকার ফসলের জমি পানিতে তলিয়ে গেছে।

জানা যায়, গত বুধবার থেকে টানা বর্ষণ ও নালিতাবাড়ী উপজেলার ভোগাই চেল্লাখালি, ঝিনাইগাতী উপজেলার মহারশি কালঘোষা, শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী, কর্ণঝুড়া নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ৩টি উপজেলার ২০ ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানির তোড়ে নালিতাবাড়ী পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে ও ঝিনাইগাতী উপজেলার সন্ধাকুড়া থেকে চতল পর্যন্ত অন্তত ২০টি স্থানে নদীভাঙ্গন দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ভাঙন কবলিত এলাকা দিয়ে প্রবল বেগে পানি লোকালয়ে ঢুকেছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল গতকাল ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন।

বন্যার পানিতে শত শত পুকুরের মাছ ভেসে গেছে। জমির আমন ফসল ও শাক-সবজি আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পানিতে রাস্তাঘাট, সেতু বিধ্বস্ত হয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গবাদি পশু ও হাঁস-মুরগি নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন মানুষ। কিছু এলাকায় পানির তোড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বৃহস্পতিবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।

শুক্রবার বিকালে নালিতাবাড়ীতে পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- আন্ধারুপাড়া গ্রামের ইদ্রিস আলী (৮০) ও বাগবের গ্রামের অমিজা খাতুন (৪৫)। অভয়পুর গ্রামের বাছির উদ্দিন দুই ছেলে আবু হাতেম (৩০), আলমগীর হোসেন (১৭)। নামাবাতকুচি গ্রামের স্বামী আব্দুল হাকিম স্ত্রী জহুরা খাতুন (৪৫)। অভয়না গ্রামের বাজির উদ্দিনের ছেলে আবু হাতেম ও আলম মিয়া এবং নামাবাদকান্দি গ্রামের মৃত আব্দুল হালিমের স্ত্রী জরদুয়া নিখোঁজ রয়েছেন।

শেরপুরের সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন জানান, বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগবালাইরোধে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। পানিবন্দি এলাকার লোকজনের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ অন্যান্য ব্যবস্থা নেয়া হয়েছে।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে