ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পতনের মধ্যেও ঘুরে দাঁড়াল ১৬ কোম্পানির শেয়ার

২০২৪ অক্টোবর ০৫ ১৭:৪২:৩৩
পতনের মধ্যেও ঘুরে দাঁড়াল ১৬ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : অন্তবর্তী সরকারের সময়ে অর্থনীতির অন্যান্য খাত ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় থাকলেও ধারাবাহিক পতনে রয়েছে দেশের শেয়ারবাজার।

বিদায়ী সপ্তাহে (২৯ সেপ্টেম্বর-০৩ অক্টোবর) শেয়ারবাজারের পতন আরও ঘনীভূত হয়েছে। যার ফলে বিনিয়োগকারীদের আহাজারি আরও বেড়েছে।

তবে আলোচ্য সপ্তাহে বড় পতনের মধ্যেও ১৬টি কোম্পানির শেয়ার ঘুরে দাঁড়িয়েছে। এরফলে কোম্পানিগুলোর শেয়ারে লোকসানের পাল্লা কিছুটা কমেছে।

কোম্পানিগুলো হলো-বিআইএফসি, আফতাব অটোমোবাইল, এডিএন টেলিকম, প্যারামাউন্ট টেক্সটাইল, শ্যামপুর সুগার, রূপালী লাইফ, লিবরা ইনফিউশন, আনলিমা ইয়ার্ন, দেশ গার্টেমন্টস, শেফার্ড ইন্ডাষ্ট্রিজ, ন্যাশনাল টিউবস, ইউনিয়ন ইন্সুরেন্স, ফাস্ট সিকিউরিটিজ ব্যাংক, খান ব্রাদার্স ও বীচ হ্যাচারি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, কোম্পানিগুলো শেয়ার দাম সপ্তাহের ব্যবধানে ৩২ শতাংশ থেকে সোয়া ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।

কোম্পানিগুলোর মধ্যে বিআইএফসির শেয়ারদর বেড়েছে ৩২.৩৯ শতাংশ, আফতাব অটোমোবাইলের ১৬.৭২ শতাংশ, এডিএন টেলিকমের ১৩.৬৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১২.২৩ শতাংশ, শ্যামপুর সুগারের ৮.৮৯ শতাংশ, রূপালী লাইফের ৮.৮২ শতাংশ , লিবরা ইনফিউশনের ৮.৩৪ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৭.৭৮ শতাংশ, দেশ গার্টেমন্টসের ৭.৫৩ শতাংশ, শেফার্ড ইন্ডাষ্ট্রিজের ৬.৬৭ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৬.৬৬ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৬.৫২ শতাংশ, ফাস্ট সিকিউরিটিজ ব্যাংকের ৬.৪৯ শতাংশ, খান ব্রাদার্সের ৫.৯৭ শতাংশ এবং বীচ হ্যাচারির ৫.৩৩ শতাংশ।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে