ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Sharenews24

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৩১৭ জন, মৃত্যু নেই

২০২৪ অক্টোবর ০৪ ২০:২৬:০৬
ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৩১৭ জন, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ৩১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩১৭ জন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি হয়েছেন ১৬৪ জন। এছাড়া রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগে ময়মনসিংহে ১৯ জন, চট্টগ্রামে ৩৮ জন, খুলনায় ২৩ জন, রাজশাহীতে ৭ জন, রংপুরে ১০ জন, বরিশালে ৫ জন এবং সিলেটে ১ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত সেপ্টেম্বরেই ৮৩ জনের মৃত্যু হয়েছে। আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৪৩৮ জন। গোটা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

গত ২৪ ঘণ্টা পুরো দেশে ৩৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেলেন ৩০ হাজার ৭৮৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যাচ্ছেন ২১ থেকে ৩০ বছর বয়সীরা।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে