ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ যাচাইয়ে ৩ উপদেষ্টা

২০২৪ অক্টোবর ০৩ ২২:০৭:১৭
ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ যাচাইয়ে ৩ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের বিরুদ্ধে এবং একই মন্ত্রণালয়ের অন্য দুই কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

অভিযোগটির সত্যতা যাচাই করতে তিন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টারা হলেন-ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে নেওয়া কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, এই তিনজনের উপর অভিযোগটির সত্যতা যাচাইয়ের ভার দেওয়া হয়েছেন, এর মানে এই নয় যে অন্যরা এতে যুক্ত হতে পারবেন না। মূলকথা, একটি কমিটি করে বিষয়টি তদন্ত করা হবে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে