ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ঢাকার দুই সিটি করপোরেশন পরিচালনায় ২৫ সদস্যের কমিটি

২০২৪ অক্টোবর ০৩ ২০:৫১:১১
ঢাকার দুই সিটি করপোরেশন পরিচালনায় ২৫ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক কাজকর্ম পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সমন্বয়ে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে উভয় সিটি করপোরেশনের প্রশাসককে আহবায়ক এবং দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন অধ্যাদেশ-২০২৪ এর ২৪ ক এর (২) ধারা মোতাবেক সরকার কমিটি গঠন করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, কমিটিতে সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রাজউক, গৃহায়ক কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বিটিসিএল, বিআইডব্লটিএ, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, প্রত্নতত্ব বিভাগ, জেলা প্রষাসক, তিতাস গ্যাস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি রয়েছেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে