ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সাবেক কৃষিমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

২০২৪ অক্টোবর ০৩ ২০:৩৯:৩৮
সাবেক কৃষিমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী ও টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী ও তিন সন্তানের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে ব্যাংক খাতের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) এ সংক্রান্ত এক চিঠিতে আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আক্তার বানু, ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিত, রেজওয়ান শাহরিয়ার সুমিত ও মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার ব্যাংক হিসাব ত্রিশদিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়।

এর আগে টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগে আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে