ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ডিসি নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ, যা বললেন জনপ্রশাসন সচিব

২০২৪ অক্টোবর ০৩ ১৫:৫৩:৪৫
ডিসি নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ, যা বললেন জনপ্রশাসন সচিব

নিজস্ব প্রতিবেদক : জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তিনি বলেছেন, “ইটস এ ফেক নিউজ।” বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন একটি জাতীয় দৈনিকে ‘ডিসি নিয়োগ কেলেঙ্কারি, আমার টাকা-পয়সার প্রতি লোভ নেই, ৫ কোটি হলেই চলবে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে অর্থ লেনদেনের যে অভিযোগ উঠেছে সেটি সত্য নয়। এটি একটি ফেক নিউজ। ওই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযোগ আমলে নিচ্ছি না।”

তিনি আরও বলেন, “নিউজে যে স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে সেটি আইফোনের স্ক্রিনশট।

সিনিয়র সচিব সাংবাদিকদের বলেন, “আমার মোবাইল হল স্যামসাং। তারা যেটা শো করেছে সেটি হলো আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। উনারা কে কি দেখাল ওনাদের জিজ্ঞেস করবেন। আমি এটার বিষয়ে কিছুই জানি না।”

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে