ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

৭ কোম্পানির শেয়ার হস্তান্তর স্থগিত চেয়ে আবেদন

২০২৪ অক্টোবর ০২ ১১:০৩:১১
৭ কোম্পানির শেয়ার হস্তান্তর স্থগিত চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার হস্তান্তর (ক্রয়-বিক্রয় এবং দান) স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক আহসান হাবিব ২৯ সেপ্টেম্বর যৌথমূলধন কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক বরাবর এ আবেদন করেছেন।

আবেদনে তিনি বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ, নাসা গ্রুপ ও থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (নগদ লিমিটেড) শেয়ার হস্তান্তর স্থগিত করার জন্য অনুরোধ করেছেন।

আয়কর আইন, ২০২৩-এর ২২৩ ধারার অধীনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ফাঁকি রোধে সম্পত্তির অন্তরর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোক এর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে।

চলমান তদন্ত অনুযায়ী, এসব কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগসহ আর্থিক অনিয়মের বিষয়ে গুরুতর অভিযোগ রয়েছে। যার কারণে এসব কোম্পানির শেয়ার হস্তান্তর স্থগিত চেয়ে আবেদন করেছেন।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে