ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

প্যানেল থেকে ৩ অডিট প্রতিষ্ঠানকে বাদ দিয়েছে বিএসইসি

২০২৪ সেপ্টেম্বর ৩০ ১৩:৪৪:২৪
প্যানেল থেকে ৩ অডিট প্রতিষ্ঠানকে বাদ দিয়েছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্যানেল থেকে ৩টি অডিট প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) তালিকাভুক্ত হতে না পারায় প্রতিষ্ঠান তিনটিকে বাদ দিয়েছে বিএসইসি।

বিএসইসির অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং পলিসি ডিপার্টমেন্ট বিভাগের এক অভ্যন্তরীণ চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বাদ পড়া অডিট প্রতিষ্ঠান ৩টি হলো: এ হক অ্যান্ড কোম্পানি, ফেমস অ্যান্ড আর এবং এসকে বরুয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড একাউন্ট্যান্টস।

ওই চিঠিতে জানানো হয়েছে, গত বছরের ডিসেম্বরে এফআরসি তাদের তালিকাভুক্ত অডিট প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করে। পরে ফেব্রুয়ারিতে কমিশনকে চিঠি লিখে জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান এফআরসির তালিকাভুক্ত নয়, সেগুলোকে যেন প্যানেল থেকে বাদ দেওয়া হয়। বিএসইসি যেন তাদের প্যানেলে না থাকা কোনো অডিটরের সই করা আর্থিক বিবরণী গ্রহণ করে না।

৩টি অডিট প্রতিষ্ঠানকে বাদ দেওয়ার ফলে বিএসইসির অডিট প্যানেলের সদস্য সংখ্যা দাঁড়ায় ৪৫-এ।

এফআরসি সূত্রে জানা গেছে, গত বছর ১৫-২০টি অডিট প্রতিষ্ঠান এফআরসি তালিকাভুক্ত হতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে প্রায় ৪৫ জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে