ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

সেপ্টেম্বরে রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়াল

২০২৪ সেপ্টেম্বর ২৯ ১৮:৪৭:০৮
সেপ্টেম্বরে রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে রেমিট্যান্স আসার হিড়িক পড়েছে। মাস শেষ হওয়ার আগেই দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে প্রবাসী আয় বা রেমিট্যান্স।

চলতি সেপ্টেম্বর মাসের চার সপ্তাহেই ২১১ কোটি ডলার ছাড়িয়েছে রেমিট্যান্স। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ২৫ হাজার ৩৫৭ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছ, সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনে ২১১ কোটি ৩১ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আর প্রতিদিন আসছে গড়ে ৭ কোটি ৫৫ লাখ ডলার বা ৯০৬ কোটি টাকা।

এই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫৮ কোটি ৬৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৬ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স।

এই সময়ে কোনো রেমিট্যান্স আসেনি, এমন ব্যাংকের সংখ্যা ৭টি।

এরমধ্যে রয়েছে- রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে- কমিউনিটি ব্যাংক, আইসিবি ব্যাংক, বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

তারিক/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে