ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিএসইসি-তে বেছে বেছে ছাত্রলীগ নিয়োগ, তদন্তের নির্দেশ আদালতের

২০২৪ সেপ্টেম্বর ২৯ ১৬:৪৯:২১
বিএসইসি-তে বেছে বেছে ছাত্রলীগ নিয়োগ, তদন্তের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক : ভারতে পালিয়ে যাওয়া হাসিনা সরকার নিজ দলের নেতাকর্মীদের সুবিধার দেওয়ার জন্য সরকারি বিভিন্ন সেক্টরে ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়োগ দিয়েছে। বাদ যায়নি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি)। সংস্থাটিতে এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বেছে বেছে ছাত্রলীগ কর্মীদের নিয়োগ দেওয়া হয়। বিষয়টি তদন্ত করতে বলেছেন আদালত।

গত ৫ সেপ্টেম্বর বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং মুহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চ বিএসইসিতে নিয়োগে জালিয়াতি হয়েছে কি না তা তদন্ত করে ৩ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

মেধা আর যোগ্যতার যাচাই না করেই শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে বিগত শিবলী রুবাইয়াত উল ইসলামের কমিশন ১২৭ জনকে নিয়োগ দেয়। বাজার সংাশ্লিষ্টরা এবং বিএসইসির কর্মকর্তারা তখনকার সময়ের নিয়োগ বাতিল করে পুনরায় নতুন করে কর্মী নিয়োগ দেওযার দাবি জানায়। এরই প্রেক্ষিতে আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকছুদ ও সাবেক চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে এ আদেশ দিয়েছে।

জানা যায়, বিএসইসি যে ১২৭ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দিয়েছে সেখানে বিদ্যমান আইন বা সরবারি বিধিবিধানের তোয়াক্কা করা হয়নি। বিএসইসির চেয়ারম্যানের ঘনিষ্ঠ এবং বিভিন্নভাবে শেয়ারবাজার থেকে সুবিধাভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির দুজন অধ্যাপকের মাধ্যমে সম্পন্ন করা হয় এই নিয়োগ প্রক্রিয়া। এক্ষেত্রে লিখিত পরীক্ষার উত্তরপত্রও কমিশনে জমা দেওয়া হয়নি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারির সময় সারা দেশ যখন লকডাউন ঠিক তখন বিএসইসি এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। শিবলী রুবাইয়ত ছিল মূলত শেখ হাসিনার আস্থাভাজন। তাই এই নিয়োগে কোনো আইন বা বিধিবিধান মানা হয়নি। যেহেতু ছাত্রলীগ কর্মীরা বেশি সংখ্যক নিয়োগ পেয়েছেন তাই আইন মানার তেমন প্রয়োজন মনে করেনি কমিশন। তাছাড়া নিয়োগের বেশিরভাগই অযোগ্য ও মেধাহীন। তাই এই নিয়োগ অবশ্যই বাতিল করা প্রয়োজন। অযোগ্য কর্মী দিয়ে যেমন প্রতিষ্ঠান চালানো যায় না। আবার নিয়োগে যে জালিয়াতি হয়েছে তার তদন্ত ও অপরাধীদের শাস্তি হওয়ার প্রয়োজন আছে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে