ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

করমুক্ত আয়সীমা নিয়ে যা জানালেন এনবিআর চেয়ারম্যান

২০২৪ সেপ্টেম্বর ২৩ ১৭:১২:২৬
করমুক্ত আয়সীমা নিয়ে যা জানালেন এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : দেশে বর্তমানে সর্বনিম্ন কর সীমা সাড়ে তিন লাখ টাকা। এতে কর দিতে হয় ৫ হাজার টাকা। এটা খুব বেশি নয়। সবাইকেই জাতি গঠনের কাজে সম্পৃক্ত হতে হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে ই-রিটার্ন সার্ভিস সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

এনবিআর চেয়ারম্যান বলেন, করমুক্ত আয়ের সীমার সিলিং আরও তুলে দেয়া হলে করদাতাদের বড় একটা অংশ ট্যাক্সনেটের বাইরে চলে যাবে। আমাদের ট্যাক্সনেট এমনিতেই খুবই ছোট। আমাদের দেশের মানুষের মাত্র ৫.২ শতাংশ করদাতা। আবদুর রহমান খান বলেন, ট্যাক্সনেট আরও ছোট করা ঠিক হবে না। আমাদের এক কোটি চার লাখ টিনধারী রয়েছেন। যাদের মধ্যে মাত্র ৪৪ লাখ রিটার্ন দাখিল করেন। এদের মধ্যে বেশিরভাগই আবার কর দেন না। তাই সর্বনিম্ন করমুক্ত আয়ের সীমা আরও বাড়ানো ঠিক হবে না। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ করার ব্যাপারে এনবিআর অঙ্গীকারবদ্ধ জানিয়ে তিনি বলেন, আমরা ধীরে ধীরে সব ঠিক করছি। সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় স্থাপন করা হচ্ছে। তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। আমাদের দর্শন যারা করফাঁকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। এটা আমরা করবোই। করফাঁকি যারা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের হেড কো-অপারেশনের প্রধান মিশেল ক্রেজা ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

তারিক/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে