ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

রাষ্ট্রায়াত্ব ৬ ব্যাংকের এমডিদের সরানোর নির্দেশ

২০২৪ সেপ্টেম্বর ১৯ ২২:২০:২১
রাষ্ট্রায়াত্ব ৬ ব্যাংকের এমডিদের সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়াত্ব ৬ ব্যাংকের এমডিদের চুক্তি অনুযায়ী সরানোর নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুল জব্বারের সাথে পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ বা সম্মতি জ্ঞাপন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক কোম্পানী আইন ও পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মামুন/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে