ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

উত্থানেও শেয়ার পাচ্ছে না বড় বিনিয়োগকারীরা

২০২৪ সেপ্টেম্বর ১৮ ১৫:১২:২৭
উত্থানেও শেয়ার পাচ্ছে না বড় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছিল ৩০ পয়েন্ট। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৩৫ কোটি টাকা।

দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবারও বাজারে মন্দাভাব অব্যাহত ছিল। এদিন ডিএসইর সূচক কমেছিল ১৫ পয়েন্ট এবং লেনদেন হয়েছিল ৬৬৯ কোটি টাকার।

আজ তৃতীয় কর্মদিবস বুধবার ডিএসইতে সূচক বেড়েছে সাড়ে ১২ পয়েন্ট। কিন্তু সূচক বাড়লেও লেনদেন কমে গেছে। আজ লেনদেন দাঁড়িয়েছে ৫৫৩ কোটি ৬৫ লাখ টাকা। আজ সূচক বাড়লেও লেনদেন কমেছে৮১ কোটি ৩১ লাখ টাকার বা প্রায় ১৩ শতাংশ।

এতে দেখা যায়, আগের দুই কর্মদিবসে বড় বিনিয়োগকারীদের সেল প্রেসার ছিল। যার কারণে দুদিনই সূচক কমেছে। কিন্তু সূচক কমলেও লেনদেন বেড়েছে। আর আজ সূচক বেড়েছে। কিন্তু লেনদেন কমেছে উল্লেখযোগ্য হারে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে বড় কিছু বিনিয়োগকারী ও কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সক্রিয় হচ্চে। তারা শেয়ার সংগৃহে নেমেছে। কিন্তু প্রত্যাশিত শেয়ার পাচ্ছে না। যে কারণে তারা সেল প্রেসার দিয়ে বাজারে কিছুটা অস্থিরতা সৃষ্টি করছে, যাতে সাধারণ বিনিয়োগকারীরা অস্থিরতার মধ্যে শেয়ার ছাড়ে।

কিন্তু বড় বিনিয়োগকারীদের এই কৌশলে কাজ হচ্ছে না। কারণ দীর্ঘদিন মন্দার কারণে সিংহভাগ বিনিয়োগকারী এখন বড় লোকসানের মুখে। যে কারণে বাজার সামান্য বাড়লেও তাদের শেয়ার বিক্রি করার পর্যায়ে বাড়ছে না।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশে রেমিট্যান্স ও রিজার্ভ বৃদ্ধির ইতিবাচক প্রভাব শেয়ারবাজারে পড়বে। এই বিবেচনায় বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হওয়ার উদ্যোগে রয়েছে।

এদিকে, সক্রিয় ও সাধারণ বিনিয়োগকারীরাও ভবিষ্যত বাজার নিয়ে অনেক আশাবাদী। যে কারণে তারাও কম দামে শেয়ার ছাড়ছে না।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজার এভাবে উত্থান-পতনের মাধ্যমেই সামনের দিকে অগ্রসর হবে। বড় বিনিয়োগকারীদের এভাবে আরও কিছুদিন দেখা যেতে পারে। তবে তাদের সক্রিয়তা বড় আকারে দেখা যেতে হয়তো বেশিদিন অপেক্ষা করতে হবে না। অর্থাৎ শেয়ারবাজারে বড় উল্লম্ফন দেখতে আর হয়তো খুব বেশি অপেক্ষা করতে হবে না বিনিয়োগকারীদের।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ৭.৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮.৩৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫৫৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৬৩৪ কোটি ৯৬ লাখ টাকার। আজ লেনদেন কমেছে ৮১ কোটি ৩১ লাখ টাকার বা প্রায় ১৩ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৩টির বা ২৮.৫৩ শতাংশের, কমেছে ২২৪টির বা ৫৬.৫৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির বা ১৪.৮৯ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৩২টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৬ হাজার ১২৩ পয়েন্টে।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে