ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্টের অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি গঠন

২০২৪ সেপ্টেম্বর ১৮ ১১:২৭:১৩
স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্টের অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করা অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্টের অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক মাহমুদুল হক সাক্ষরিত এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য রয়েছেন তিন জন। তাঁরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমদাদুল হক, উপ পরিচালক মো: রফিকুন্নবি ও সহকারী পরিচালক মোহাম্মদ আবু হেনা মোস্তফা।

তদন্ত কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটি গঠনের আদেশে বলা হয়েছে, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট থেকে বিনিয়োগে কোন অনিয়ম হয়েছে কিনা, বিনিয়োগ থেকে স্বার্থের সংঘর্ষ হয়েছে কিনা, ব্যাংক হিসাব যাচাই, পরিচালন ব্যয় যাচাই, মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা লঙ্ঘন করেছে কিনা, ট্রাস্টি ও কাস্টডিয়ানের ভূমিকা নিয়ে প্রতিবেদন নিয়ে জমা দেবে তদন্ত কমিটি।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে