ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ডিসি হলেন সেই নাফিসা আরেফিন

২০২৪ সেপ্টেম্বর ০৯ ১৯:০৩:৫৩
ডিসি হলেন সেই নাফিসা আরেফিন

নিজস্ব প্রতিবেদক : ২০২২ সালের ৫ জানুয়ারি বিসিএস ২৪ ব্যাচের মেধাবী কর্মকর্তা নাফিসা আরেফিনকে নীলফামারীর জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার।

প্রজ্ঞাপন জারির পর অভিযোগ ওঠে নাফিসা আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক পদে তার আদেশ বাতিল করা হয়।

এই ঘটনার আড়াই বছর পর আবারও ডিসি পদে নিয়োগ পেলেন সেই নাফিসা আরেফিন। আজ সোমবার ২৫ জেলার ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার তাকে ঢাকার পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরের জেলা প্রশাসক করা হয়েছে।

জানা গেছে, নাফিসা আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শামসুন্নাহার হল ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের উপসচিবের দায়িত্বে ছিলেন।

নাফিসা আরেফিনের বিরুদ্ধে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠায় জেলা প্রশাসকের প্রজ্ঞাপন বাতিল করে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়। সেই থেকে তিনি সেখানেই দায়িত্ব পালন করছিলেন।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে