ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

অন্তবর্তী ডিভিডেন্ডে লিন্ডে বিডিতে বিনিয়োগকারীদের আস্থা

২০২৪ সেপ্টেম্বর ০৫ ১৪:২৬:৪৬
অন্তবর্তী ডিভিডেন্ডে লিন্ডে বিডিতে বিনিয়োগকারীদের আস্থা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মৌলভিত্তির কোম্পানির লিন্ডে বিডি বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটির অন্তবর্তী ডিভিডেন্ডে বিনিয়োগকারীরা আস্থা অর্জন করায় আজ বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) পতনের বাজারের কোম্পানিটির শেয়ারের বড় উত্থান প্রবণতা পরিলক্ষিত হয়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসের মুনাফা থেকে লিন্ডে বিডি শেয়ারহোল্ডারদের জন্য ৪১০ শতাংশ অন্তবর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

অর্থবছরের প্রথম সাত মাসে কোম্পানিটি রেকর্ড সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। যে কারণে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, লিন্ডে বিডির শেয়ারের আগেরদিন ক্লোজিং ছিল ১ হাজার ৩১৩ টাকা ২০ পয়সায়। আজ দিনের সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৮০০ টাকা এবং সর্বনিম্ন দাম ১ হাজার ৩৯৫ টাকা ১০ পয়সায়।

কোম্পানিটির শেয়ার দিনশেষে ক্লোজিং হয়েছে ১ হাজার ৫৪৭ টাকা ৩০ পয়সায়। আগের দিনের তুলনায় আজ শেয়ারটির দাম বেড়েছে ২৩৪ টাকা ১০ পয়সা বা ১৭.৮২ শতাংশ।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে